
রবিবার ২৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে মোহনবাগানের নির্বাচন। দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু শোনা যাচ্ছে, জুনের শেষ সপ্তাহে হতে পারে নির্বাচন। এবার থাকতে পারে আরও একটি অভিনবত্ব। পাঁচ দফায় নির্বাচন করা হতে পারে। মঙ্গলবার তেমনই ইঙ্গিত দেন জাস্টিস অসীম রায়। যেকোনো একটি রবিবার ভোট করার চেষ্টা করা হবে। কোনওক্রমে রবিবার না হলে সোমবার থেকে শুক্রবার সন্ধে ৭টা থেকে রাত ৯টার মধ্যেও ভোট হতে পারে। মোহনবাগানে লাইফ মেম্বার, টেনিস মেম্বার এবং জেনারেল মেম্বার রয়েছে। সেই অনুযায়ী ভোটের দিন ভাগ করে দেওয়া হতে পারে। এই প্রসঙ্গে জাস্টিস অসীম রায় বলেন, 'সন্ধেবেলায় ভোট করে দিতে পারি। সবাই অফিস শেষ করে ভোট দিয়ে চলে যাবে। এখন আইপিএলের খেলা নেই। এদিকে কোনও সমস্যা নেই।' তবে এই বিষয়ে সহমত নন সৃঞ্জয় বসু। একদিনেই ভোট চান মোহনবাগানের প্রাক্তন সচিব।
মঙ্গলবার মোহনবাগানের ভোটারের প্রাথমিক তালিকা প্রকাশিত হয়। মোট ৬৮১৮ জন ভোটার রয়েছে। আরও একবার তালিকা যাচাই করা হবে। ১৫ থেকে ২১ মের মধ্যে ক্লাবে এসে বা অনলাইনে সেটা যাচাই করতে পারবে সদস্যরা। তার জন্য থাকছে একটি ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর। জাস্টিস অসীম রায় বলেন, '৩১ মার্চ ২০২৫ পর্যন্ত ৪৯৭১ জন মেম্বারশিপ নবিকরণ করিয়েছিল। আমার মনে হয়েছিল কম হয়ে গিয়েছে। কারণ তার আগের বছর ৬৬৫৯ জন রিনিউ করেছিল। তার আগের বছর আরও বেশি। ৮৫৮৪ জন ছিল। ভাবলাম আরও বেশি ভোটার আনা উচিত। তাই তারিখ বাড়ানো হয়েছিল। আমাদের এবার রিনিউ হয়েছে ৬৮১৮ টা কার্ড। এরা ভোটদানের অধিকার পেল। ক্লাব লিস্ট করে দিয়ে দিয়েছে। আমিও নোটিস ইস্যু করে দিয়েছি। ১৫ মে থেকে ২১ মের মধ্যে নিজের নাম, ঠিকানা, ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার যাচাই করতে পারবে সদস্যরা। তারপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।' কবে হবে ভোট? সেই বিষয়ে এখনও কিছু জানাননি মোহনবাগান নির্বাচনের দায়িত্বে থাকা জাস্টিস অসীম রায়। বলেন, 'প্রশাসনের সাপোর্ট, পুলিশের সহযোগিতা এবং জায়গা খুঁজে বের করার বিষয় আছে। তারপরই নির্দিষ্ট দিন জানানো যাবে।' ময়দানে কানাঘুষো শোনা যাচ্ছে, ২২ বা ২৯ জুনের মধ্যে একদিন হতে পারে মোহনবাগানের নির্বাচন।
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের